সিলেট নগরীতে নজরদারিতে সাড়ে ৬শ’ বিদেশি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১২:০৫ অপরাহ্ণসিলেট নগরীতে অবস্থানর প্রায় সাড়ে ৬শ’ বিদেশি নাগরিকের ব্যাপারে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাদের অবস্থান ও যাতায়াতে পুলিশি নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে তাদের সার্বিক কর্মকা-। এমন তথ্য জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, রাজধানী ঢাকা ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার পর সারাদেশের ন্যায় সিলেটেও বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের চেকপোস্ট বাড়িয়ে তল্লাশি চলছে। বিদেশি নাগরিকদের কর্ম ও আবাসস্থলে পুলিশি টহল জোরদারের পাশাপাশি চেকপোস্টও বসানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্তি উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, সিলেট নগরীরতে অবস্থারত বিদেশির সংখ্যা সাড়ে ৬শ’র মতো। এরমধ্যে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থী আছেন সাড়ে ৪শ’। অন্যরা বহুজাতিক কম্পানি ও বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত। কিছু বিদেশি পর্যটকও অবস্থান করছেন সিলেটে। তবে, কোনো দেশের নাগরিক কতজন এবং তারা কোনো কোনো প্রতিষ্ঠারে কর্মরত তা জানাতে অস্বিকৃতি জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘বিদেশি নাগরিকদের এ সংক্রান্ত তথ্য প্রকাশ করাটাও তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।’
পাশাপাশি বিদেশি নাগরিকের নিরাপত্তার দায়িত্বে কি পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন বা টহলে রাখা হয়েছে, নগরীর কোথাও কোথাও চেকপোস্ট বসানো হয়েছে-সে সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেন নি এসএমপির এই মিডিয়া কর্মকর্তা। এক্ষেত্রেও তিনি বিদেশি নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে ‘হুমকি’র অজুহাত দেখান।
রহমত উল্লাহ বলেন, ‘বিদেশী নাগরিকদের নিরাপত্তার জন্য বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এমনকি বিদেশীদের জন্য করণীয়-বর্জনীয় সম্বলিত নীতিমালাও প্রশাসনের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বিদেশীদের নিরাপত্তার জন্য নগরীতে চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে এবং অনেক বিদেশি নাগরিক তাদের কর্মস্থলে পুলিশ প্রটোকলে আসা যাওয়া করছেন। তাছাড়া বিদেশীদের কর্মস্থল আর অবস্থান স্থানগুলোতে আমাদের সাদা পোশাকধারী গোয়েন্দারা কাজ করছেন এবং এই নাগরিকরা কি কি করতে পারবেন আর কি করতে পারবেন না এ বিষয়ে একটি নীতিমালা করে দেওয়া হয়েছে।’
নিউজমিরর
. . . . . . . . .