শ্রীমঙ্গলে ব্রিটিশ নাগরিককে হত্যার চেষ্টা, থানায় মামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ১১:৩৮ পূর্বাহ্ণশ্রীমঙ্গলে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবদুল আহাদসহ দুজন। আহত অন্যজন ব্যবসায়ী সফিকুল ইসলাম হেলাল। দুজনকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের মৌলভীবাজার রোডের রহিম মার্কেটের সৈয়দ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স’মিল ব্যবসায়ী সফিকুল ইসলাম হেলাল।
মামলার বিবরণে জানা যায়, স্যানিটারি মালামাল খরিদ করার জন্য সৈয়দ ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানে যান আবদুল আহাদ ও সফিকুল ইসলাম হেলাল। সেখানে তাদের ‘এ’ গ্রেডের মাল না দিয়ে ‘বি’ গ্রেডের মাল দিতে চাইলে দু’পক্ষের মধ্যে তর্ক-বির্তক হয়। এর একপর্যায়ে একদল যুবক রামদা, লোহার পাইপ ও রড দিয়ে আবদুল আহাদ ও সফিকুল ইসলাম হেলালের ওপর হামলা চালায়। এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আহাদের মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় সৈয়দ ট্রেডিংয়ের মালিক জহির মিয়া, ম্যানেজার মনসুর মিয়া এবং রাজপুর গ্রামের মৃত সালাম মেম্বারের ছেলে মুহিত মিয়াকে আসামি করে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করা হবে।
. . . . . . . . .