ফেসবুকে চালু হলো ‘ডিসলাইক’ বাটন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫, ৮:৩৯ পূর্বাহ্ণঅবশেষে ফেসবুকে চালু করা হলো ডিসলাইক বাটন। তবে একটু ভিন্নভাবে। ফেসবুক সরাসরি ডিসাইক বাটন চালু করেনি। এক্ষেত্রে ফেসবুক কোন পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো, Love, Haha, Yay, Wow, Sad, Angry। তাই কোনো পোস্ট পছন্দ না হলে স্যাড কিংবা অ্যাংরি ইমোজি দিয়ে ডিসলাইকের কাজটি সারা যাবে।
ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।
শুরুতেই সবদেশের ফেসবুকের ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের স . . . . . . . . .