বিদেশি হত্যা অশুভ রাজনীতির অংশ: সিলেটে তথ্য উপদেষ্টা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ৩:৩৮ অপরাহ্ণসিলেটে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘দেশে উপর্যুপরি দুই বিদেশি নাগরিক হত্যাকান্ড কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ নয়। এসব হত্যাকান্ড দেশের অশুভ রাজনীতিরই অংশ। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যারা ক্ষুণœ করতে চায়, তারাই এসব হত্যাকান্ড ঘটিয়েছে।’ ‘এসব অশুভ শক্তির বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে’ বলেও মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘এশিয়ার মধ্যে পর্যটনে অনেক এগিয়ে বাংলাদেশ। প্রতিবছর অসংখ্য বিদেশি বাংলাদেশের পর্যটন কেন্দ্রের আকর্ষণে ছুটে আসেন। একটি গোষ্ঠী এই খাতকে বাধাগ্রস্ত করতে চায় বলেই বিদেশি নাগরিক হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এসব করে এ খাতকে বাধাগ্রস্ত করা যাবে না।’
তিনি আরো বলেন, ‘সিলেট বিভাগে পর্যটন খাতের অনেক বিকাশ ঘটেছে। সরকার সিলেটে পর্যটনের বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, নিচ্ছে।’
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর হোটেল রোজভিউ-এ পর্যটন মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অরূপ চৌধুরী।
সিলেট ট্রাভেল ম্যাট-২০১৫ নামে এই মেলার আয়োজক হচ্ছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলায় ১৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলাকালে বিমান টিকেট, ট্যুর প্যাকেজসহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে।
. . . . . . . . .