হবিগঞ্জে ১৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ৭:২১ পূর্বাহ্ণহবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ বহনকারী প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন জনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টায় চুনারুঘাট-সাটিয়াজুরি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার নুয়ানী গ্রামের আব্দুল রউফের পুত্র মামুন মিয়া(২০), হাতুন্ডা গ্রামের শহিদ আহমেদের পুত্র আরিফ আহমেদ (২২) ও হলদিউড়া গ্রামের আলতাব আলী পুত্র নুরে আলম (১৯)।
জেলা ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার সাটিয়াজুরি এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে তল্লাসি চালিয়ে ১৮ কেজি গাঁজা পাওয়া যায় এবং তিন জনকে আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমুল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . .