সালাউদ্দিনকে দেখে সিলেট ঘুরে ঢাকা ফিরলেন হাসিনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ৭:০৬ পূর্বাহ্ণসূত্র জানায়, ভারতের শিলং রাজ্যে সালাউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর তার স্ত্রী হাসিনা সেখানে ছুটে যান। এরপর ভারত-বাংলাদেশ আসা-যাওয়া করতে থাকেন হাসিনা। সদ্য গত হওয়া ঈদ-উল-আবিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে ভারতের শিলং থেকে সিলেট ঘুরে ঢাকায় ফিরেছে
ন তার স্ত্রী হাসিনা আহমেদ। গত রবিবার তিনি সিলেট হয়ে ঢাকায় ফিরেন বলে জানিয়েছে বিশ্বস্থ একটি সূত্র। এসময় তার সাথে এক ছেলে, এক মেয়ে ও একজন পুরুষ ছিলেন। পুরুষটি তাদের আত্মীয় বলে জানিয়েছে সূত্র।যহার পরও তিনি শিলং ছুটে যান। সেখানে সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে এবং কয়েকদিন অবস্থান করে গত রবিবার তিনি দেশে ফিরেন।
দেশে ফেরার পথে সড়কযোগে হাসিনা আহমেদ শিলং থেকে তামাবিল সীমান্ত দিয়ে সিলেট পৌঁছেন। পরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছান তিনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানী বিমানবন্দরে পৌঁছেন হাসিনা আহমেদ। পরে বেলা ২টার দিকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন। . . . . . . . . .