ষড়যন্ত্রকারীদের রুখতে স্বেচ্ছাসেবকলীগ সর্বদা প্রস্তুত : সুুব্রত পুরকায়স্থ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ১০:৪৮ অপরাহ্ণবাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সর্বদা প্রস্তুত রয়েছি। আমরা স্বেচ্ছাসেবকলীগ প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর সঠিক আদর্শ ধরে রাখতে শিখেছি। প্রকৃত মুজিব সৈনিকেরা হারতে শিখেনি, বাংলাদেশকে উন্নত বিশ্বের একটি দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি মঙ্গলময় উদ্যোগকে বাস্তবায়ন করতে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগকে।
তিনি সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার আমতৈইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, একটি শান্তিপূর্ণ দেশকে অতীতে আপনি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করেও হত্যার চেষ্ঠায় ব্যর্থ হয়েছেন। তিনি বেগম জিয়াকে সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহবান জানান।
আমতৈইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন আহমদের সভাপতিত্বে ও জেলার স্বেচ্ছাসেবকলীগের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক তুষার কান্তি চক্রবর্তী এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মুজাম্মেল হক রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব খান, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুল আলম চৌধুরী।
আরো বক্তব্য রাখেন আফির আলী, সৈয়দ মিলাদ আলী, বিপুল দেব, জুয়েল আহমদ, সুমন খান ও অভি খান প্রমুখ।
. . . . . . . . .