ওরা আইএস নয়, শিবির
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫, ১০:৩০ পূর্বাহ্ণময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামিক স্টেট (আইএস) সন্দেহে আটককৃত ৯ সদস্য আইএস নয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে এদের মধ্যে মোল্লা ফয়সালসহ ৩ জন জামায়াতের সংগঠন শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী। আজ শনিবার রাতে তিনি এ খবর নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোল্লা ফয়সালের নেতৃত্বে তারা কয়েকজন মিলে গোপন বৈঠক করার প্রস্তুতি নিচ্ছিল। ফয়সাল ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শীর্ষক লিফলেটসহ পুলিশের কাছে ধরা পড়েন। পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে তার দুই সহযোগী মিজানুর রহমান (২৬) ও বদিউল হাসানকে (২৪) আটক করা হয়।
ডিবি’র ওসি ইমারত জানান, ফয়সাল, মিজান ও বদিউল শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্যই তারা কৌশলে আইএস’র নাম ব্যবহার করেছিল। গ্রেফতারকৃত বাকী ৬ জনের বিষয়ে নিবিড় তদন্ত চলছে। তদন্তে তাদের সম্পৃক্ততা মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আটককৃত ফাহিম, মিজানুর ও বদিউল হাসানের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এ একটি মামলা দায়ের করেন ডিবি’র এস.আই মফিজুল ইসলাম।
এর আগে শুক্রবার ও শনিবার মোল্লা ফয়সালসহ ৯ জনকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
. . . . . . . . .