বিদেশি হত্যাকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে : সিলেটে প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ৪:০৪ অপরাহ্ণবিদেশি নাগরিক হত্যা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রাজধানীতে এক ইতালীয় নাগরিক এবং রংপুরে এক জাপানি নাগরিককে হত্যা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরে শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শনিবার সকাল ১১টা ২৫ মিনিটের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
পরে আওয়ামী লীগে নেতাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা ৩৩ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন তিনি।
প্রধামন্ত্রী সিলেট ত্যাগের পর সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বাংলামেইলকে বলেন, ‘প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।’
তিনি বলেছেন, ‘দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এটা দেশের জন্য মঙ্গল নয়। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’
শেখ হাসিনাকে উদ্ধৃত করে কামরান আরো বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ জানিয়েছেন আমাদের নেত্রী। এছাড়াও তৃণমূল নেতাকর্মীর নিয়ে দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন।’
প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক থেকে ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ-১৭৮) একটি সরাসরি ফ্লাইটে লন্ডনে যান।
সেখান থেকে শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সফরসঙ্গিদের সঙ্গে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন।
. . . . . . . . .