প্রেমিকা দেখতে এসে প্রেমিক শ্রীঘরে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:৩৩ পূর্বাহ্ণবানিয়চঙ্গ উপজেলার মক্রমপুর গ্রামের রফু মিয়া নামে এক রসিক ব্যাক্তিকে প্রেমিকার ভাই, দুলাভাইসহ ৭/৮ জনের ধোলাই। পরে সদর থানায় ডাকাত ধরা হয়েছে বলে খবর দিলে গতকাল দুপুরে এস আই সানাউল্লাহ গিয়ে তাকে উদ্ধার করে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফবাদ গ্রামের জাহানারা খাতুনের সাথে চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের রফিক মিয়ার সাথে বিয়ে হয় প্রায় সাড়ে ৩ বছর আগে তাদের কোল জুড়ে ২টি সন্তানও জন্ম নেয়। কিন্তু জাহানারার পূর্ব পরিচিত মক্রমপুর গ্রামের লাল মিয়ার ছেলে রফু মিয়া (৩৪) এর পরকিয়া শুরু হয় এক পর্যায়ে গত সাড়ে ৩ মাস আগে জাহানারা স্বামীর বাড়ি ছেড়ে রফু মিয়ার হাত ধরে পালিয়ে আসে। পরে বেড়ানো কথা বলে চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে যায়।
রফু মিয়ার সাথে কথা বললে সে কেঁদে কেঁদে বলে, গত বুধবার জাহানারা ফোন করে রফু মিয়াকে বলে ওরা আমার উপর নির্যাতন করছে তুমি আস এ কথা শুনে রফু মিয়া সেখানে যায়। তারপরই জাহানারার ভাই, দুলাভাইসহ কয়েকজন তাকে মারধর করে। পরে শরিফাবাদ তাদের গ্রামের বাড়িতে এনে আবারো মারে। মেরে সদর থানায় খবর দেয়া হয় যে ডাকাত ধরা হয়েছে। এ খবর পেয়ে সদর থানার এস আই সানাউল্লাহ ঘটনাস্থলে গিয়ে রফু মিয়াকে নিয়ে আসেন।
রফু মিয়া আরো বলেন যে ৩ মাস আগে আমাদের বিয়ে হয়েছে। বর্তমানে সে আমার স্ত্রী।
. . . . . . . . .