পাকশী রেস্টুরেন্ট থেকে মাদক ব্যবসায়ী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ৪:০২ অপরাহ্ণসিলেট নগরীর বন্দরবাজারস্থ পাকশী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটকৃত মাদক ব্যবসায়ী হলেন- মো. আব্দুল কাশেম। তিনি বিয়ানীবাজার উপজেলার কলাগ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব ৯ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরবাজারস্থ পাকশী রেস্টুরেন্টে অভিযান করে র্যাব ৯ এর একটি টিম। এসময় রেষ্টুরেন্টের ৫ নং কেবিন বসা ছিলেন কাশেম। র্যাব দেখে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে র্যাব তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৭০৭ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
. . . . . . . . .