বিয়ের পর সুখী হওয়ার মন্ত্র রোমান্স আর গান, জানালেন শাহরুখ খান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
বলিউড তারকা শাহরুখ খান কিং অফ রোম্যান্স নামেও পরিচিত। তাই তাকে দেখলেই হয়তো অনেকের দিলের ধারকান বেড়ে যায়। তাই অনেকেই খানের কাছে দ্বৈত জীবনে সুখী হওয়ার পরামর্শ কিংবা উপদেশও চান। এবার লন্ডনেও তার ব্যতিক্রম হলো না।
সম্প্রতি লন্ডনে একটি ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে এসেও নবদম্পতিদের জন্য তাই শাহরুখকে পরামর্শ দিতেই হলো।
বৃহস্পতিবার লেস্টার স্কোয়ারে তার ও সহ-অভিনেত্রী কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (ডিডিএলজে) চলচ্চিত্রের চরিত্রের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়। এই বিশেষ দিনে এক সাংবাদিক তাকে নবদম্পতিদের জন্য কী উপদেশ দেবেন, সেই প্রশ্ন করেন।
জবাবে শাহরুখ খান কিছু বলার আগেই, পাশে থাকা কাজল হাসি মুখে বলে ওঠেন, তার সব সিনেমা বিয়ের আগের প্রেম নিয়ে, পরের নয়।
শাহরুখ খানও মজা করে এই কথায় সম্মতি দেন। তিনি বলেন, এখন পর্যন্ত, আপনি উপদেশ দেওয়ার যোগ্য প্রার্থী ছিলেন। বিয়ের পর, আপনি নিজের দায়িত্বে।
তবে বলিউডের এই মেগাস্টার শেষ পর্যন্ত তাঁর মূল্যবান জ্ঞানটুকু দিতে পিছপা হননি। কিং খান বলেন, আমার মনে হয়, আমি ঠিক কাজটিই করেছি। আপনাদের অবশ্যই রোমান্স থাকতে হবে, অবশ্যই গান গাইতে হবে।
ভারতের দীর্ঘতম সময় ধরে চলা সিনেমা ডিডিএষজে’র ৩০ বছর পূর্তি উপলক্ষে এই ভাস্কর্য উন্মোচন করা হয়। শাহরুখ খান বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তদের কাছে কিং খান বা কিং অফ বলিউড নামে পরিচিত। তিনি বলেন, লন্ডনে এই ভাস্কর্য উন্মোচিত হওয়াটা খুবই উপযুক্ত, কারণ আধুনিক সময়ে ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী জনপ্রিয়তা বৃদ্ধিতে ইংল্যান্ডের দর্শকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সূত্র: বিবিসি




