শীর্ষে থেকে বছর শেষ আর্জেন্টিনার, ব্রাজিল কোথায়?
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণকাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রাখলো চলতি বছরেও। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই পর্ব; সব জায়গায় লিওনেল মেসিদের জয়জয়কার। বছরের শেষ ম্যাচেও জয় তুলে বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে থেকে ২০২৪ সালটা শেষ করলো বিশ্ব চ্যাম্পিয়নরা।
চলতি বছরে আর্জেন্টিনার সাফল্যের শুরুটা কোপা আমেরিকা দিয়ে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালে দলের পক্ষে জয়সূচক গোল করা লাউতারো বছরের শেষ ম্যাচেও করলেন আরেকটি জয়সূচক গোল। পেরুর বিপক্ষে আর্জেন্টিনা ম্যচটি জিতেছে ১-০ গোলে।
বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে শীর্ষে মেসির দল। ১২ ম্যাচ খেলে ৮ জয়, ১ ড্র ৩ হারে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। তাদের পরেই আছে উরুগুয়ে। সমান ম্যাচে ২০ পয়েন্ট তাদের। ১৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে আছেন ইকুয়েডর ও চারে কলম্বিয়া।
ক্রীড়াঙ্গন/আবির