আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরীর গাড়িতে হামলা, অল্পের জন্য বাঁচলেন স্ত্রী সন্তান

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১২ অপরাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আদালতের এপিপি আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহজাহান চৌধুরীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুবৃত্তরা।
রোববার ( ২৬ জানুয়ারী) সকালে সুবিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান চৌধুরীর স্ত্রী ও ছোট ছেলেকে নিযে তাঁর প্রাইভেট গাড়ি চালক বাবুল দাস বাসা থেকে পাঠানটুলাা স্কলার্সহোমে যাওয়ার পথে পশ্চিম সুবিদ বাজার এলাকায় কয়েকজন দুর্বৃৃত্ত অস্ত্রশস্ত্রসহ সহ গাড়ি আটকিয়ে গাড়ি ভাংচুর করে এবং হুমকি দিয়ে বলে তোর স্বামী শাহজাহান চৌধুরীকে পেলে হত্যা করে প্রতিশোধ নিব। সে আমাদেরকে অনেক ক্ষতি করেছে।
এসময় সন্ত্রাসীদের হামলায় গাড়ির পেছনের বাম সাইটের গ্লাস ও বাডি ভাংচুর করে এবং ডানদিকের লকিং গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন জড়ো হলে সন্তাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সিলেটসংবাদ/হা