‘আব্দুল আলী’র জন্ম হয়েছিলো মানুষের সেবা করার জন্য’
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ণদোয়ারাবাজারে লন্ডন প্রবাসী মরহুম আব্দুল আলী লন্ডনী’র দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, আব্দুল আলী লন্ডনী’র জন্ম হয়েছিলো মানুষের সেবা করার জন্য। আব্দুল আলী লন্ডনী’র জন্ম না হলে যেমন প্রতিষ্ঠিত হতো না ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যালয়,তেমনি সমাজের মানুষ বঞ্চিত হতো মানবিক সেবা হতে। আব্দুল আলী লন্ডনীর জন্ম হয়েছে বলেই এলাকার নিরিহ নিম্ন আয়ের মানুষ সেবা পেয়েছে।
শনিবার (১৮ মে) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যাঃ মাঠে নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উপদেষ্টা ও ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যা: এর প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী মরহুম আব্দুল আলী’র স্মরণে দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, নরসিংপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, সিলেট জেলা বারের আইনজীবী ও ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমাজ সেবক আলতাফুর রহমান খসরু,ছাতকের চাটিবহর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারিছ আলী,ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার কামাল উদ্দিন, নরসিংপুর দাখিল মাদ্রাসার সুপার মাও সাদিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ছাতকের ব্যবসায়ী আক্তার হুসেন,ইদন মিয়া,কালারুকা ইউনিয়ন পরিষদের সদস্য তাজউদ্দীন আহমদ, সমাজ সেবক এম এ আব্দুল্লাহ,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন,হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
এসময় বক্তারা বলেন,আব্দুল আলী একাধারে একজন রাজনীতিবিদ জনদরদী ও সমাজ সেবক ছিলেন। শিক্ষা বিস্তারে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইন্তাজ আলী সরকারি প্রাঃ বিদ্যাঃ, সমাজ সেবায় নিজস্ব পরিচয়ের বাহিরে সম্পৃক্ত ছিলেন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে সংগঠনটির সাথে। এছাড়াও সমাজের মানুষের কল্যাণে অনেক কিছু ত্যাগর নজির রয়েছে আব্দুল আলী লন্ডনী’র।
বক্তারা তার রুহের মাগফিরাত কামনা করেন।
হাফিজুল ইসলাম ও আবিদ রনির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন. নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন, সমাজ সেবক আতাউর রহমান. বীরেন্দ্রনগর সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক সানুর আলী,জলসী সরকারি প্রাঃ বিদ্যা: প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, ইউপি সদস্য ইশ্রাঈল আলী,সমাজ সেবক নুর আলী ইমরান,ফয়জুল হক,এখলাছুর রহমান,আবিদ,মিলন আহমদ,ইসমাইল হোসাইন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বশির আহমদ প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী আমিনুল হক আমিন ও নুরুল আমিনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়।
সারাদেশসংবাদ/হা