গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:০৪ পূর্বাহ্ণগাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় সিলেটে বিএনপি-জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মনির উদ্দিন পাটোয়ারি তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও জামায়াত-শিবিরের এসব নেতা-কর্মী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। জামিন শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তারা হচ্ছে-গোলাপগঞ্জ থানায় জি আর ৫/১৫ নং মামলা এবং বিশেষ ক্ষমতা আইন ৩৪/১৫ নং মামলার আসামী বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী,শোয়াইবুর রহমান ও গোয়াইনঘাট থানায় জি আর ৮৬/১৫ নং মামলা ও বিশেষ ক্ষমতা আইনে ৬১/১৫ নং মামলায় ও ১৫ (৩) ধারায় জামায়াত নেতা শামীম, আলম, শাহনুর, শাহজুল, মামুন, রমজান ও জামাল।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম এবং আসামীদেও পক্ষে এডভোকেট লুৎফুর কিবরিয়া শামীম, এডভোকেট সমিউল আলম,এডভোকেট হাবিবুর রহমান হাবিব মামলার শুনানীতে অংশ নেন।
অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা এজাহারনামীয় আসামি। তাদের বিপক্ষে তদন্ত করে ইতিমধ্যেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
. . . . . . . . .