সাফল্য আমাকে অবাক করেছে: আমির খান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
“কিভাবে তারকা হয়ে উঠলাম নিজেও জানি না”—বলিউডের পারফেকশনিস্ট আমির খান, আমির, খান এবার এমনই অকপট স্বীকারোক্তি দিলেন। বলেন, এত বিপুল তারকাখ্যাতি কিভাবে অর্জন করলেন, তা আজও তার কাছে অজানা। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সিনেমা–নির্বাচন আর তারকা হয়ে ওঠা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
আমির, বলেন, “আমি সত্যিই জানি না কিভাবে তারকা হয়ে উঠলাম। যুক্তি অনুযায়ী আমার এমন হওয়ার কথা ছিল না। আমি সব নিয়ম ভেঙে নিজের মতো করে কাজ করেছি। তাই এই সম্মান আর সাফল্য পেয়ে আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আমি যে বাস্তব সিদ্ধান্তগুলো নিতাম, তাতে সাফল্যের দিকে যাওয়া সম্ভব ছিল না। ‘সরফরোস’ বা ‘লগান’ যখন মুক্তি পায়, তখন দর্শক আদৌ সেগুলো পছন্দ করবেন কি না, আমরা জানতাম না। এরপর এলো ‘দিল চাহতা হ্যায়’, যা সময়ের তুলনায় বেশ আলাদা ছিল। আর এখন ‘সিতারে জমিন পর’।”
অভিনেতা–প্রযোজক আমিরের, ভাষ্য, “আমি একই কাজ বারবার করতে পারি না। আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে এমন স্ক্রিপ্টই বেছে নিই। আমি শুধু সেই ছবিই করি, যা আমাকে ভেতর থেকে উত্তেজিত করে।”
প্রসঙ্গত, আমির, খানকে সর্বশেষ দেখা গেছে ‘সিতারে জমিন পর’-এ। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল এই ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
সোর্স: পিটিআই




