সন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
চলতি বছরের জুলাইয়ে কন্যাসন্তানের মা হন কিয়ারা আদভানি। তার পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল, কন্যাসন্তানের নাম কী রাখলেন কিয়ারা-সিদ্ধার্থ তারকা দম্পতি? সেসময় অনুরাগীদের থেকে এসেছিল বেশ কয়েকটি নামের পরামর্শ। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম যোগ করে সন্তানের নাম হবে ‘সিয়ারা’।
অবশেষে সন্তানের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
এরপর কিয়ারা লিখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—আমাদের রাজকন্যা।
জানা গেছে, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে অনুমান অনুরাগীদের। তাদের এই নাম বেশ পছন্দ হয়েছে।




