পালকিতে এলেন পূজা, বরণ করলেন চঞ্চল ও নিশো
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য- পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। পরনে লাল শাড়ি, একেবারে নববধূ সাজে। আর তাকে বরণ করলেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে। এটি কোনো বিয়ের আয়োজন নয়- দৃশ্যটি ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’র মহরতের।
দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করছেন সিনেমা। যার মহরত অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়।
পালকি থেকে নেমে হাসিমুখে পূজা চেরি বলেন, ‘দম সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠখড় পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর “দম”র নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো আমি প্রথমবার আফরান নিশো ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এছাড়া চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা। এতে সন্দেহ নেই। আশাকরি আমাদের কাজটাও দুর্দান্ত হতে যাচ্ছে।’
এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, ‘নায়িকা কে হচ্ছেন?’ গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি।
রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’র এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড়পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।




