জুনেই বাংলাদেশ দলে সামিতের অভিষেক?

সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৫, ৪:৩০ অপরাহ্ণহামজা চৌধুরীর পর এবার আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসতে পারেন সামিত শোম। সে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। তার লক্ষ্য জুনের আন্তর্জাতিক উইন্ডোতেই বাংলাদেশের হয়ে অভিষেক।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন গেল মাসেই যোগাযোগ করেছে সামিত শোমের সঙ্গে। সিদ্ধান্ত জানাতে তিনি দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন ফেডারেশন থেকে। তার সিদ্ধান্ত কী, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে জানাননি সামিত।
বয়সভিত্তিক ফুটবল দলে কানাডার হয়ে খেলেছেন সামিত। তবে তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার।
বাংলাদেশি জন্ম সনদের অপেক্ষায় আছেন তিনি। তার বাবা ও মা ইতোমধ্যে পাসপোর্ট নবায়নের জন্য নেমে পড়েছেন। সেটা হয়ে গেলে তিনি নিজে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করবেন। তা হয়ে গেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে অপেক্ষা করতে হবে ফিফার অনুমোদনের। সেটা পেয়ে গেলেই তার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর পথে আর বাধা থাকবে না।
২৭ বছর বয়সি সামিত আগে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে হামজা বাংলাদেশে আসার পর হয়তো তার মত পরিবর্তন হতে পারে। এই সম্ভাবনা দেখেই বাফুফে আবার তার সঙ্গে যোগাযোগ করেছে।
তারই ফল সামিতের বাংলাদেশি হওয়ার প্রক্রিয়া শুরু করা। সামিতের লক্ষ্য জুনের ডেডলাইন ধরাটা কিছুটা কঠিনই হতে পারে। তবে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন না এলে, আর প্রক্রিয়া ঠিকঠাক এগোলে চলতি বছর লাল সবুজের জার্সিতে তাকে দেখতে পাওয়া যাবে, এটা একরকম নিশ্চিত।
ক্রীড়াঙ্গন/আবির