৭২ ঘণ্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৫:২৮ অপরাহ্ণখেলার পর রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি হুমকি দিয়ে রাখলেন, শেষবারের মত তার ৭২ ঘন্টার মধ্যে ম্যাচে নেমেছে। বুধবার (১২, মার্চ, ২০২৫) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে, লস ব্ল্যাঙ্কসরা ১২০ মিনিটের বেশি খেলেছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর কি না ৭২ ঘন্টা পার হওয়ার আগেই রিয়ালকে লা লিগার ম্যাচে মুখোমুখি হতে হলো ভিয়ারিয়ালের বিপক্ষে।
অসম্ভব ক্লান্তি নিয়েই স্প্যানিশ লিগের এই ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল। প্রতিটা ফুটবলারকে দেখেই মনে হচ্ছিল তারা শতভাগ দেওয়ার অবস্থায় নেই। তবে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল।
ভিয়ারিয়ালের মাঠ স্টাদিও দে লা ক্যারামিকাতে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। আলেক্স বায়েনার কর্নার বল অরেলিয়েন চুয়ামেনির গায়ে লেগে প্রতিহত হয় এবং সেই সুযোগে ডিফেন্ডার হুয়ান ফোইথ কাছ থেকে গোল করেন। দশ মিনিট পর রিয়াল মাদ্রিদ সমতা ফিরে। ব্রাহিম দিয়াজের শট প্রতিহত হলে বল এমবাপ্পের পায়ে পড়ে, এবং তিনি কাছ থেকেই গোলটি করেন।
ক্রীড়াঙ্গন/আবির