ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৫, ৫:২৫ অপরাহ্ণগাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় একটি শিল্প কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগ পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।
রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কারখানা কর্তৃপক্ষ। রমজান মাস উপলক্ষে আগে বেতন দিতে বলা হয়েছিল তাদের। আজ বেতন দেওয়ার কথা ছিল। এখন কর্তৃপক্ষ বলেছে, আজও নাকি বেতন দেবে না। রমজান মাস বেতন ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।
সারাদেশ/আবির