নিজের মৃত্যুর গুজব নিয়ে যা বললেন বিচারপতি মানিক
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন। এই কথা কারাগারে বসে মানিক নিজেই শুনেছেন বলে জানিয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি এ কথা বলেন।
এদিন সকাল সোয়া ৯ টায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইসতিয়াকের আদালতে তোলা হয়। পরে বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানি শেষে ১০ টা ১৫ মিনিটের দিকে তাকে আদালত থেকে বের করে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হচ্ছিলো। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি মারা যাওয়ার কথা শুনেছেন কি না? উত্তরে তিনি বলেন, হ্যাঁ, শুনেছি৷ পরে পুলিশ প্রহরায় আদালতের হাজতখানায় নেওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩ টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।
আইন-আদালত/আবির