ঘন কুয়াশা: রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১:২৪ অপরাহ্ণঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে ৬টি গাড়ি। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে দুটি বাস, একটি করে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। হাইওয়ে পুলিশ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা এসব গাড়ি ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘‘মহাসড়কের ওই স্থান দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে। রাস্তায় পড়ে থাকা মাটি শিশিরে পিচ্ছিল হয়েছিল। সেই সঙ্গে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’
সারাদেশ/আবির