বার্সেলোনাকে পরাজয়ের তেতো স্বাদ দিলো সোসিয়েদাদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:৫১ অপরাহ্ণবার্সেলোনার সামনে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না হ্যান্সি ফ্লিকের দল। মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়া দলটি হয়ে রইলো বিবর্ণ। বিপরীতে চেনা আঙিনায় দারুণ ফুটবল খেলে ১-০ গোলের জয় তুলে নিলো রিয়াল সোসিয়েদাদ।
রোববার (১০ নভেম্বর) লা লিগার ম্যাচটিতে সোসিয়েদাদের হয়ে জয়সূচক গোলটি করেন শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এই ম্যাচে ছিলেন না লামিনে ইয়ামাল। তার অভাব ভালোভাবেই অনুভব করে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় ম্যাচের ত্রয়োদশ মিনিটে। তবে জাল খুঁজে নিতে পারেননি ফ্রেংকি ডি ইয়ং। এরপর লেভানডোভস্কি জাল খুঁজে নিলেও অফসাইডের বাঁশি বাজান রেফারি।
ক্রীড়াঙ্গন/আবির