২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের ইতিহাস
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
প্রথম ম্যাচে হারের পর শঙ্কা জেগেছিল। তবে পরের দুই ম্যাচে সব শঙ্কা উড়িয়ে দিলো পাকিস্তান। শেষ ও তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিলো মোহাম্মদ রিজওয়ানের দল। ২২ বছর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো পাকিস্তান।
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সবশেষ সিরিজ জিতেছিল ২০০২ সালের জুনে। সেই সময়ে পাকিস্তান দলে খেলতেন সাঈদ আনোয়ারের মতো কিংবদন্তিরা। অস্ট্রেলিয়ার মাটিতে সব সংস্করণ মিলিয়ে এটি পাকিস্তানের দ্বিতীয় সিরিজ জয়।
রোববার (১০ নভেম্বর) পার্থ স্টেডিয়ামে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানি পেসারদের তোপে ৩১.৫ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে দুই উইকেট হারালেও ১৩৯ বল আগেই খেলা শেষ করে পাকিস্তান।
ক্রীড়াঙ্গন/আবির