মাকে হত্যার পর ডিপফ্রিজে রেখেছিলেন ছেলে: র্যাব
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণহাত খরচের টাকা নিয়ে দ্বন্দ্বে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধকে হত্যা করে ডিপফ্রিজে রেখেছিলেন ছেলে সাদ বিন আজিজুর রহমান (১৯)। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করায় তাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সংবদ সম্মেলনে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক সাদ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এবং দুপচাঁচিয়া দারুসসুন্নাহ কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সারাদেশ/আবির