শান্তর ফিফটি, তবু রানের ‘গতি’ নেই
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
বাংলাদেশের ইনিংসের অর্ধেকের বেশি পেরিয়ে গেছে। কিন্তু রান তোলার গতি প্রচণ্ড ধীর। এখনো ওভারপ্রতি পাঁচের বেশি রান উঠছে না। তবে এর মধ্যেই ধীরপায়ে ফিফটি ছুঁয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে ২৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৭।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২২) এবং সৌম্য সরকার (৩৫) ফেরার পর ইনিংসের হাল ধরেছেন শান্ত। দেখেশুনে ব্যাট করে ক্যারিয়ারের নবম ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন তিনি। পঞ্চাশ পর্যন্ত পৌঁছাতে শান্ত খরচ করেছেন ৭৫ বল।
অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজও একই গতিতে এগোচ্ছেন। ২৫ বলে তার ব্যাটে এসেছে ১৮ রান।
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং নিয়ে ভুগেছে বাংলাদেশ। মাত্র ১২ রানে শেষ ৮ উইকেট খুইয়ে বড় ব্যবধানে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে শুরু থেকেই দেখেশুনে ব্যাট করার চেষ্টা করছেন শান্তরা।
ক্রীড়াঙ্গন/আবির