এনডিএফ বিডি সিলেট জোনের সনদ বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ‘যুক্তি দিয়ে মুক্ত করি সকল রুদ্ধদার’ শ্লোগানকে ধারন করে এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সিলেট জোন কর্তৃক ‘৫ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসবের সনদ বিতরন সিলেট নগরীর স্কলার্স হোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এনডি এফ বিডি সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্ট্রার বাশির উদ্দীন, তৈয়ব আলী ডিগ্রি কলেজের ফাউন্ডার ফারুক আহমদ, স্কলার্স হোম মেজরটিলা কলেজের সহকারি শিক্ষক আকবর আলী।
এনডিএফ বিডি সিলেট জোনের জয়েন্ট সেক্রেটারি (বিতর্ক)আরিফুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শুয়াইবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫ম এনডিএফ বিডি বিভাগী বিতর্ক উৎসবের আহবায়ক শেখ সিজান অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন তারিন নাহিদ। অনুষ্ঠানে ফেস্টিভ্যাল সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী সামি, সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী আদিল আব্দুল্লাহ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের শিক্ষার্থী শামসুল ইসলাম, স্কলার্সহোম মেজরটিলা কলেজের শিক্ষার্থীল রেজওয়ানা হালিম তাহিয়া,জালালাবাদ ক্যান্ট. পাবলিক কলেজের ছাত্র তোফাজ্জল হোসেন সানি,জালালাবাদ ইংলিশ স্কুল এন্ড কলেজের ছাত্র আদিয়ান আব্দল্লাহ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইশান সরকার, শাহপরান (র.) স্কুলের শিক্ষার্থী মুগ্ধ সরকার। উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজও মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী,শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট/আবির