হার দিয়ে শুরু পাকিস্তান ক্রিকেটের রিজওয়ান-যুগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
ম্যাচের শেষদিকে হয়ত পাকিস্তানের ব্যাটাররা আফসোস করেছেন। আর কিছু রান স্কোরবোর্ডে জমা করতে পারলেই হয়ত অজিদের হারানো যেত। পাকিস্তানের দেওয়া ২০৪ রানের লক্ষ্য ছুঁতে যে ৮ উইকেট হারিয়ে বসেছিল প্যাট কামিন্সের দল। ব্যাটাররা লড়াকু স্কোর গড়তে না পারায় বোলারদের প্রাণান্ত চেষ্টার পরও ২ উইকেটের হার দিয়ে শুরু হলো পাকিস্তানের অস্ট্রেলিয়া অভিযান।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে ২৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান।
নিয়মিত উইকেট হারানোর এই ধারা চলতে থাকে ৪৬.৪ ওভার পর্যন্ত। সব উইকেট হারিয়ে ২০৩ রানে সেখানেই যে থেমেছে পাকিস্তানের ইনিংস। মিডল অর্ডারের কয়েকজন ব্যাটার বিশের ঘরে পৌঁছেছেন, এর মধ্যে নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ৪৪ রান পর্যন্ত। বাবর আজমের ব্যাটে এসেছে ৩৭ রান।
কিন্তু বড় স্কোর গড়ার জন্য যে স্পৃহা প্রয়োজন ছিল, তা লক্ষ্য করা যায়নি পাকিস্তানের ব্যাটারদের মধ্যে। শেষদিকে নাসিম শাহর ৪০ রানের লড়াকু ইনিংসে দুইশ ছাড়ায় পাকিস্তানের সংগ্রহ।
পাকিস্তানকে অল্প রানে আটকে দিতে আটজন বোলারকে ব্যবহার করেছেন কামিন্স। তাদের মধ্যে সফলতম ছিলেন পেসার মিচেল স্টার্ক। ১০ ওভারে মাত্র ৩৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। দুটি করে উইকেট গেছে কামিন্স এবং অ্যাডাম জাম্পার ঝুলিতে।
জবাব দিতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে ভুগতে হয়েছে অজি ব্যাটারদেরও। মামুলি লক্ষ্য পেয়েও একের পর এক উইকেট হারিয়ে খাবি খেয়েছে তারা। তবে উইকেটকিপার জশ ইংলিসের ৪৯ এবং স্টিভেন স্মিথের ৪৪ রানের ইনিংস দুটিতে কক্ষপথেই থেকেছে তারা।
শেষদিকে কামিন্সের অপরাজিত ৩২ রানের ইনিংসে ৯৯ বল হাতে রেখেই লক্ষ্য পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রউফ।
এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজ বাঁচানোর ম্যাচে ৮ নভেম্বর অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের দল।
ক্রীড়াঙ্গন/আবির