গোলাপগঞ্জে শিক্ষকের পদত্যাগ দাবি করায় শিক্ষার্থীদেরকে হত্যার হুমকি
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণগোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩১ আগস্ট) এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০০১, ৩১-০৮-২০২৪ইং) করেছেন জসিম উদ্দিন জুয়েল নামের এক প্রাক্তন শিক্ষার্থী।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের অর্থ কেলেংকারী ও শিক্ষার্থীদের হয়রানি ও নানা অভিযোগে পদত্যাগের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। এই আন্দোলনে প্রাক্তন শিক্ষার্থী জসিম উদ্দিন জুয়েল সহ অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই অন্দোলনে অংশগ্রহণ করার জুয়েল সহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে বাবুল মিয়া পাঠান তাঁর সন্ত্রাসী লোকজন দ্বারা হত্যার হুমকি প্রধান করেন। এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে শিক্ষার্থীদের পক্ষে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন জসিম উদ্দিন জুয়েল।
এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি অস্বীকার করেন।
জিডি বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের। তিনি বলেন, থানায় একটি জিডি থানায় জমা হয়েছে। বিষয়টি দেখে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।