শাবিপ্রবির হল থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদের বিতাড়নের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
শাব
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৪, ১১:৪১ অপরাহ্ণসচেতন এলাকাবাসীর উদ্যোগে আজ রাত ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের হল সংশিষ্ট এলাকায় শত শত বিক্ষুদ্ধ ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় নতুন বাজার এলাকা থেকে শুরু হয়ে হল এলাকা প্রদক্ষিণ করে নতুন রাজারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সভায় বক্তার বলেন, লাখো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হলেও শাবিপ্রবিতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মাদের আস্ফালন এখনো বন্ধ হয়নি। আমরা বিশ্বস্থ সূত্রে জানতে পেরেছি, শাবিপ্রবির ছাত্র হল গুলোতে এখনো অনেক চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে, যারা ইতোপূর্বে ছাত্রহলগুলোতে অস্ত্র ও মাদকের সয়লাব ঘটিয়ে সন্ত্রাসী অভয়ারণ্যে পরিণত করেছিল। এসব চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী পার এলাকায় চাঁদাবাজী, বিশ্ববিদ্যালয়ের গেইটের হোটেল রেস্তোরায় ফাও খাওয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত করেছিল। এছাড়া কতিপয় ছাত্রলীগ সন্ত্রাসী একটি সিন্ডিকেট বানিতে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকার যুব সমাদের মাঝে মাদকের অবাধ বিস্তার করেছিল।
ছাত্র-জনতার সফল বিপ্লবের পর একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের জন্য এখন দেশের সকল শ্রেণী-পেশার মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে শাবিপ্রবির ক্যাম্পাসে এসব চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থান এলাকার শান্তিপূর্ণ অবস্থা ও বিপ্লবের চেতনার প্রতিবন্ধক হিসেবে আমরা মনে করি। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ও যথাযথ কতৃপক্ষের কাছে কার্যকরী হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টির উপযুক্ত প্রতিকার কামনা করছি।
উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন অত্র এলাকার বার বার নির্বাচিত মেম্বার জনাব তারেক মিয়া বাবুল পরিচালনা করেন যুবনেতা আব্দুল মাজীদ, বক্তব্য রাখেন ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব রিয়াজ মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ি জনাব আতিকুর রহমান, সালিশ ব্যক্তিত্ব জনাব আব্দুল মালিক মানিক, ৪নং ওয়ার্ডের মেম্বার কাওছার আহমদ, সালিশ ব্যক্তিত্ব ফয়জুল হক, ফেরদৌস আহমদ, যুবনেতা মকবুল হোসেন, জননেতা বেলাল আহমদ, ফয়সল আহমদ, ছাত্রনেতা মাঈনুল ইসলাম, এনামুল হক, ফয়জুল আলম, জয়নাল আবেদীন, আব্দুল জব্বার,শামীম আহমদ, জয়নাল, আলা উদ্দিন, ওয়ারিছ আলী, হারুন, জাফর, মোতাহির আলী, বেলাল, দেলওয়ার, শিপার, মিজান, মো: হোসেন, মুহিত, নাসির, সাদেক, শহিদ, রেজন, আবুল কালাম, সুবেল আহমদ প্রমুখ।
সিলেটসংবাদ/হা