সাংবাদিক দিপনকে যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলীর উদ্যোগে সহযোগীতা প্রদান
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
কোলন ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দিপনের সহযোগীতায় এগিয়ে এলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও চ্যারিটি সংস্থা সাবিলিল্লাহ প্রজেক্ট এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী জনাব আলমাছ আলী। তিনি ১২ আগস্ট নিজের ব্যাক্তিগত উদ্যাোগ ও বিভিন্ন লোকজনের সহায়তায় প্রাপ্ত ১ লাখ ২০ হাজার টাকা দিপনের ব্যাংক একাউন্টে প্রেরণ করেন।
আলমাছ আলী জানান, ক্যান্সার একটি ব্যায়বহুল চিকিৎসা। পক্ষান্তরে দিপন একজন সাহসী সংবাদকর্মী এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। সুতরাং তাঁর পাশে দাঁড়ানোটাকে নিজের মানবিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছি।
তিনি বলেন, সিলেটের সংগীত শিল্পী বিথী রানী নাথ প্রথমে একটি জনপ্রিয় পেইজে বিষয়টি শেয়ার করেন। সেখান থেকে মুলত বিষয়টি আমার নজরে আসে এবং আমি বিষয়টি জানার পর যুক্তরাস্ট্রে অবস্থানরত নিজের ঘনিষ্টজনদের মধ্যে বিষয়টি শেয়ার করি এবং আমার এই আহবানে অনেকেই সাড়া দেন। পরে সকলের সহযোগীতায় প্রাপ্ত অর্থ দিপনের একাউন্টে পাঠিয়ে দেই।
এদিকে দেবব্রত রায় দিপন এই আর্থিক সহযোগীতা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে সহযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে স্বপ্রণোদিতভাবে সহযোগীতার উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রবাসী সমাজসেবী জনাব আলমাছ আলীর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ১২ টি ক্যামুথেরাপীর পর এখন ঢাকাস্থ পিজি হাসপাতালে রেডিওথেরাপি চলছে। প্রতিটি থেরাপীতে ঔষধসহ খরচ হচ্ছে ৬২০০ টাকা। মোট ৩০ টি থেরাপির জন্য ঢাকায় ২ মাস অবস্থান করতে হবে। রেডিওথেরাপি সম্পন্নের পর ব্যয়বহুল অপারেশনের জন্য আরও অনেক টাকার প্রয়োজন হবে। ইতোমধ্যে চিকিৎসার জন্য প্রায় ১৪ লাখ টাকা শেষ হয়ে গেছে। তিনি অপারেশন ও পরিপূর্ণ সুস্থতার জন্য বিবেকবান সকলের আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সিলেটসংবাদ/হা