অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নসকস’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৪, ১০:২০ অপরাহ্ণদোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ (৫জুলাই ২০২৪) শুক্রবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নসকসের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। ১৯৯০ সালের ৫ জুলাই এমনই এক দিনে সংগঠনটি যাত্রা শুরু করে। এ উপলক্ষে নসকস সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে সিলেটে, সেক্রেটারী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলার নরসিংপুরে নসকস কার্যালয়ে এবং কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমানের নেতৃত্বে স্থানীয় বালিউরা বাজারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা নসকসের জন্মদিনে দেশী-প্রবাসি সকল সদস্য, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানান এবং অতীতের মতো নসকসকে সহযোগিতার আহবান জানান।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ওয়ারিছ আলী, সাবেক সভাপতি মাস্টার আব্দুল আউয়াল, উপদেষ্টা আতাউর রহমান, মাস্টার ফখর উদ্দীন, মাস্টার মন্তাজ আলী, ইঞ্জিনিয়ার জাফর আলী, আলীমুর রহমান, এখলাছুর রহমান আবিদ, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, সানাউর রহমান দুলাল, ডা: আবুল হোসেন, মাস্টার জমির আলী, ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরীফুল আলম নেওয়াজ, গোলাম সামদানী সুমন, জুয়েল আহমেদ, ফয়জুল ইসলাম বকুল, মুহিব রহমান, সাংবাদিক সোহেল মিয়া, শফিকুল ইসলাম, হাফেজ সাইদুর রহমান, সাজিদুর রহমান, শাহরিয়ার নাহির প্রমুখ।
শিক্ষা/হা