গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পরিষদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গোয়াইনঘাট সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণসিলেটের গোয়াইনঘাটে আল-মানার সম্পাদনা পর্ষদের আয়োজনে সীরাত প্রতিযোগিতা-২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে সম্পন্ন হয়েছে।
আল মানার এর প্রকাশক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অনুষ্ঠানের পৃষ্টপোষক আব্দুল মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ আব্দুল মুবিন।
তোফায়েল আহমদ সুয়েবের তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটি সিলেট এর সহকারী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির সহকারী পরিচালক আব্দুর রশিদ, গ্রাফিক্স জোনের সত্ত্বাধিকারী নেছার আহমদ জামাল, উসমানী নগর ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবি) মুফতি আল আমিন, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামিম আহমদ, আব্দুল মান্নান ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আলী মাজেদ, তানজিমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ রশিদ আহমদ, জামেয়া ইসলামিয়া পিয়াইনগুল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, লতিফিয়া ক্বারি সোসাইটি গোয়াইনঘাট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ গুলজার আহমদ, আল হেরা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জালাল সিদ্দিকি, তারবিয়্যাতুল উম্মাহ এর সভাপতি জুবায়ের আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক।
এরকম আয়োজন শিক্ষার্থীদেরকে পাঠ্যবইয়ের বাহিরে অনেক কিছু শিখার আগ্রহ তৈরি করবে বলে জানিয়েছেন বক্তারা।
উল্লেখ্য, গত ৪ জুন সীরাত প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা করে সনদ, ক্রেস্ট, বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
এছাড়াও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন কলেজ থেকে আগত কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা/হা