জৈন্তাপুরের ইফতিকার হোসেনের যুক্তরাজ্য থেকে “মাস্টার্স অব ল” ডিগ্রি অর্জন
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ১০:১৮ অপরাহ্ণজৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তর পার (নয়াখেল) গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইফতিকার হোসেন (জোবায়ের) ২০২৩ সালে ইউনিভার্সিটি অব এসেক্স (লন্ডন) থেকে আন্তর্জাতিক আইন বিষয়ের উপর “মাস্টার্স অব ল” ডিগ্রি অর্জন করেছেন।
পাচঁ ভাই বোনের মধ্যে ইফতিকার হোসেন (জোবায়ের) তৃতীয়। অতি সাধারন পরিবার থেকে বেড়ে উঠা ইফতিকার হোসেনের পিতা হাবিবুর রহমান একজন সাবেক প্রবাসী ও সাধারণ কর্মজীবি এবং মা রাবিয়া বেগম একজন গৃহিনী।
শিক্ষা জীবনে ইফতিকার হোসেন সারীঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং হাজী হাফিজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্পন্ন করেন।
২০০৯ সালে সারীঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১১ সালে জৈন্তিয়া ডিগ্রি কলেজ হতে এইচ এস সি পরীক্ষায় উত্তির্ন হন। ২০১৭ সালে সিলেটের প্রাইভেট বিশ্যবিদ্যালয় নর্থ ইষ্ট ইউনিভার্সিটি থেকে এল.এল.বি (অনার্স) সম্পন্ন করেন।
পরবর্তীতে শিক্ষানবিশ আইনজীবি হিসাবে সিলেট জেলা জজ কোর্টে যোগ দেন। পরবর্তীতে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে (লিগ্যাল এডভাইসর) এবং স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে (চিফ কন্সালটেন্ট এডমিসন এন্ড ইমিগ্রেসন) বিষয়ে কাজ করেন।
২০২১ সালে থেকে নিজ প্রতিষ্ঠান সারী লিগ্যাল কেয়ার এন্ড ইমিগ্রেশন নামে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে সকল ধরনের আইনি সেবা, ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য ও সেবা এবং বিদেশে উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে নানা পরামর্শ প্রদান করে আসছেন।
২০২২ সালে আইন বিষয়ে অধিকতর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সফলতার সহিত ২০২৩ সালে এল.এল.এম “মাস্টার্স অব ল” আন্তর্জাতিক আইন বিষয়ের উপর ইউনিভার্সিটি অফ এসেক্স (লন্ডন) থেকে কোর্স সম্পন্ন করেন।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং দেশে বিদেশে বিভিন্ন আইন সেবা প্রতিষ্ঠানের সাথে অনলাইন এবং সরাসরি কাজ করে যাচ্ছেন।
ইফতিকার হোসেন ভবিষ্যতে আইনের সঠিক শাসন প্রতিষ্ঠা এবং আইন বিষয়ে গরীব অসহায় মানুষের কল্যাণ সঠিক আইনের ব্যবহার নিশ্চিত করনে আইনগত সহযোগিতা প্রদান করতে তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
শিক্ষা/হা