হৃৎপিণ্ড সিলেট এর ১০ম বর্ষপূর্তি উদযাপন

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ১:৪১ পূর্বাহ্ণ১৪ই জুন, বিশ্ব রক্তদাতা দিবস ও হৃৎপিণ্ড সিলেট-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মঙ্গল কামনা করে শহরতলীর মাহাদুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে নিয়ে দোয়া মাহফিল আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় এতিম কোমলমতি শিশুদের জন্য মৌসুমী ফলমূল উপহার নিয়ে যাওয়া হয়। হৃৎপিণ্ড সিলেটের সমন্বয়ক রাজিব হোসাইন বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে রক্তদানের পাশাপাশি সামাজিক কাজ করে আসছে উল্লেখযোগ্য হলো ঈদবস্ত্র,শীতবস্ত্র, ইফতার সহ দূর্যোগে ত্রান-সাহায্য করে আসছে।
হৃৎপিণ্ড সিলেট রক্ত ম্যানেজ করে দেয়ার পাশাপাশি রমজানে এতিমদের সাথে ইফতার, প্রতি ঈদে ঈদবস্ত্র বিতরণ করে, বিভিন্ন এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। ২০১৪ সালে হৃৎপিণ্ড সিলেট প্রতিষ্ঠা লাভের পর থেকে প্রায় ৭০০০ ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছে।
তিনি আরো বলেন এসব কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন হৃৎপিণ্ডের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম, হৃৎপিণ্ডিয়ান জয় দত্ত, এনাম উদ্দিন, শেখ পলাশ আহমেদ, ফয়েজ আহমেদ প্রমুখ।
সিলেট/আবির