বিশ্বনাথ উপজেলাবাসী কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান এস.এম. নুনুমিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ১:১৭ পূর্বাহ্ণবিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় এস এম নুনু মিয়া বলেন, ঈদুল আযহা
আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন।
আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।
তিনি বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। তাই আসুন, সবাই নিজেদের আশেপাশের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেনো সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক! ।
আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।