আমার ব্যবসার সঙ্গে শাকিব খানের দোয়া আছে: অপু
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৪, ৫:১৬ অপরাহ্ণনতুন বছরে উদ্যোক্তা হয়ে ব্যবসায় নেমেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। তার প্রতিষ্ঠানে একসঙ্গে করা যাবে সাজগোজ, পেটপূজা আর কেনাকাটা।
গতকাল ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’, ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ও হারল্যানের শো রুম উদ্বোধন করেন অপু। এ সময় তিনি জানান শাকিব খান তার সকল ভালো কাজের সঙ্গে থকেন।
অপু বিশ্বাস বলেন, ‘সব সময় আমার ভালো কাজের সঙ্গে থাকে শাকিব খান। তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে। সে বিশ্বাস আমার প্রতি তার আছে। আমার ব্যবসার সঙ্গে তার (শাকিব খান) দোয়া, ভালোবাসা, আশীর্বাদ আছে।’
এই নায়িকা আরো বলেন, ‘আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হবে। এ কথা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া-দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন, ক্রেতারা এখানে কসমেটিকসও পাবেন।’
বিনোদন/আবির