নসকস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণশিক্ষান্নোয়ন, মানবতার সেবা ও সুস্থ সংস্কৃতির বিকাশে অঙ্গীকারবদ্ধ দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত নসকস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ ৪ ডিসেম্বর’২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যায় নসকস মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ফলাফল ঘোষনা করা হয়।
নসকস সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক ও বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দীন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুর রহমান ও আবিদ রনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, লাস্তবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকল মিয়া, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজুর রহমান অলিল, নসকস বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য ছানাউর রহমান দুলাল, রূহুল আমীন ও হোসাইন আহমদ প্রমুখ।
বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে ১৩ জন ট্যালেন্টপুল ও ১২ জন সাধারণ এবং ৮ম শ্রেণিতে ৬ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ সহ মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে।
নসকস শিক্ষা সম্পাদক গোলাম সামদানী সুমন এক বিবৃতিতে নসকস শিক্ষা উপকমিটির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানান।
এদিকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের অভিভাবক ও আত্মীয় স্বজনরা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে নসকস’র এমন আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নসকস’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একাধিক অভিভাবক মতামত প্রকাশ করে বলেন শিক্ষার মানোন্নয়নে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নসকস’র এমন আয়োজন যেনো ধারাবাহিকতায় অব্যহত থাকে।
সারাদেশসংবাদ/হান্নান