আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন সিইসি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৩, ৯:২১ অপরাহ্ণনির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ইসির অবস্থান নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমার যা বলার ছিল আমি বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে ইসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নমিনেশন সাবমিশনের পর সংক্ষুব্ধ যারা, তারা আপিল করতে পারেন। আমাদের রিটার্নিং অফিসাররা পরীক্ষা-নীরিক্ষা করে মনোনয়নপত্র গ্রহণ করেন। কিছু কিছু প্রত্যাখ্যানও হয়।
যারা প্রত্যাখ্যাত হন বা যাদের নমিনেশন পেপার গ্রহণ করা হয়, দুটোর বিরুদ্ধেই আপিল করা যায়। ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে। তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেবো।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের বিষয়ে প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ওটা আমার বিষয় না।
নির্বাচন/আবির