দোয়ারাবাজারে নাশকতার মামলায় বিএনপির ২ নেতা আটক
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে নাশকতার মামলায় দুইজন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার আজমপুর গ্রামের মৃত আবু তালিবের পুত্র আজিজুর রহমান (প্রকাশ আজুর রহমান), মৃত ইরফান আলী’র পুত্র জিয়াউর রহমান।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, ‘নাশকতা মামলার পলাতক আসামি আজিজুর রহমান ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সারাদেশসংবাদ/হান্নান