গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা আছে অসংখ্য মানুষ
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ২:১০ অপরাহ্ণঅবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ জন ছাড়িয়েছে। এদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই প্রায় ১০ হাজার।
এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা আছে অসংখ্য মানুষ। এখন পর্যন্ত গাজায় সাড়ে ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর।
নিখোঁজদের খোঁজ পেতে বৈশ্বিক সহায়তা চেয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি হামলার ফলে ৭ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। তাদের খোঁজ পেতে বা উদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানিয়েছে গাজা মিডিয়া অফিস।
গাজার কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা আনাদোলুকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার বিভন্ন রাস্তায় এখনও মরদেহ উদ্ধার করছে।
তিনি আরও বলেন, গাজায় ইতোমধ্যে ৬ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তারা হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অথবা তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা আমরা জানি না। নিখোঁজ হওয়া এসব ফিলিস্তিনিদের মধ্যে অর্ধেকেরও বেশি বেসামরিক নারী ও শিশু।
গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। এরপরই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামলায় নিহতের সংখ্যা এরই মধ্যে ১৫৫০০ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৬ হাজারের বেশি শিশু।
আন্তর্জাতিক/হান্নান