মানুষ চায় এরশাদের সুনালী দিনগুলোতে ফিরে যেতে: দোয়ারাবাজারে জাপা নেতা জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ৮:১০ অপরাহ্ণপল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ১৯৯১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ শেষে সুরমা ইউনিয়নের টেংরা বাজারে এক মতবিনিময় সভায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, সব রাজনৈতিক দলের বাধা ও নিষেধ উপেক্ষা করেও পল্লীবন্ধু উপজেলা পদ্ধতি সৃষ্টি করেছেন। দেশের মানুষ এখন এর সুফল ভোগ করছে।
তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের বিরোধীতার মুখেও জাতিসংঘে সৈন্য পাঠিয়েছিলেন এরশাদ। এখন শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের পুলিশ সদস্যরাও জাতিসংঘ মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে। দেশের রাজনীতিতে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন পল্লীবন্ধু। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া বাকি স্বপ্ন পূরন করে মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচন করতে সকলের দোয়া ও সমর্থন চান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ এম ফারুক আহমদ।
সুরমা ইউপির জাতীয় পার্টি নেতা আব্দুল করিমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুরমা ইউপি’র সভাপতি ইকবাল হোসেন বুলু,সুরমা ইউপি’র সাধারণ সম্পাদক আরাফাত আলী,ইউপি সদস্য মাসুক মিয়া,৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি উকিল আলী,৬নং ওয়ার্ড জাপা’র সভাপতি নুর হোসেন নুরুসহ জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি, জাতীয় যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান