গোলাপগঞ্জে শিক্ষকের বাসা থেকে ১১ লক্ষ টাকার মালামাল চুরি
সৈয়দ রাসেল আহমদ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১:৪১ পূর্বাহ্ণগোলাপগঞ্জের ঘনশ্যাম এলাকায় বেলকনির গ্রিল ভেঙে একটি বাসায় চুরি হয়েছে। গত শনিবার রাতে এ এলাকায় বসবাসকারী ইংরেজি প্রভাষক শেখ রুহেলের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
রাতের কোনো একসময় চোরেরা বাসার গ্রীল ভেঙ্গে নগদ ৩ লক্ষ টাকা, ব্যবসায়িক কাজ সহ- নিজেদের ব্যবহৃত ১৩ টি স্মার্ট ফোন, বিকাশের কাজে ব্যবহৃত ৪ টি বাটন ফোন, পাঁচ ভরি স্বর্ণ, ওয়ালেটে থাকা ১০ হাজার টাকা, একটি ল্যাপটপ সহ- প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুট করেছে চুর চক্র। আর এমন ঘটনায় হতভাগ এ পরিবার।
শিক্ষক শেখ রুহেল জানান, গত শনিবার রাতে আমারা পরিবারের সকল সদস্যগণ যার যার কক্ষে ঘুমিয়ে পড়ি। ঐদিন রাতে বাসার দক্ষিণ দিকের বেলকুনির রড ভেঙ্গে চুর চক্র ঘরের মধ্যে থাকা টেস্ট ড্রয়ারে আমার বোনের ব্যবহৃত ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, আমার ব্যবহৃত মোবাইল , আমার বোনের মোবাইল, আমার ভাইয়ের ব্যবসায়ীক ১১ টি স্মার্ট ফোন, ৪ টি বাটন ফোন, আমার মানিব্যাগে থাকা দশ হাজার টাকা এবং আমার ব্যবহৃত ল্যাপটপ চোর চক্র নিয়ে যায়।
এ ঘটনায় তিনি গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।