হেতিমগঞ্জে ৩নং ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৩, ৫:০৩ অপরাহ্ণ
গতকাল রবিবার দুপুর ১২ ঘটিকার সময় বাংলাদেশ ছাত্রলীগ ৩নং ফুলবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে হেতিমগঞ্জ বাজার চৌমুহনীতে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ জুন যুক্তরাজ্য প্রবাসী কয়েকজন জামায়াত-বিএনপির নেতাকর্মী নিরাপদ বাংলাদেশ চাই ইউকে নামক সংগঠনের ব্যানারে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ছবিতে জুতা পেটা করে এবং বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করে, তারা তাদের এরূপ কার্যকলাপের ভিডিও ধারন করে সামাজিক যােগাযোগ মাধ্যম ফেইসবুক সহ ইউটিউবে প্রচার করলে তা ভাইরাল হয়ে যায়।
তারই ধারাবাহিকতায় উক্ত ঘটনার ভিডিও বাংলাদেশ ছাত্রলীগ ৩নং ফুলবাড়ী ইউনিয়ন শাখার নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে তারা উক্ত অবমাননাকর ঘটনার ভিডিও ফুটেজ থেকে কয়েকজন জামায়াত-বিএনপির লোকজন কে চিহ্নিত করতে পেরেছে। এবং ঐ ঘটনায় জড়িতদের মধ্যে হতে মোঃ ইকবাল হুসেনের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের উত্তরভাগ গ্রামে বলে ও জানা গেছে। তাই উক্ত ছবি অবমাননা করার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ ৩নং ফুলবাড়ী ইউনিয়ন শাখা উক্ত মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ছবি অবমাননাকারী ওয়াহিদুজ্জামান, মোঃ ইকবাল হুসেন, ইউসুফ আল আজাদ ও মির্জা এনামুল হক সহ উক্ত ঘটনায় জড়িত সকলকে চিহ্নিত করে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী।