যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ণজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত।
গত ৯ই জানুয়ারী সোমবার জ্যামাইকার হিলসাইড মতিন রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি লুৎফুল করিম।যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী দুলাল মিয়া এনামের পরিচালনায় অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যান সম্পাদক সুলাইমান আলী,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মনির হোসেন, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন আজমল,কানেক্টিকাট স্টেট আওয়ামীলীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক গোলাম মুর্শেদ কিবরিয়া,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,যুবলীগ নেতা শাহ সেলিম,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া,ইসমাইল হোসেন স্বপন,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক স্বীকৃতি বড়ুয়া,সিরাজুল ইসলাম ভূইয়া,যুবলীগ নেতা শাহীদ চৌধুরী প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।এর পর বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং সকল শহীদদের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
সভায় বক্তরা বলেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।নিজের টাকায় আজকে স্বপ্নের পদ্মা সেতু নির্মান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
বক্তরা দেশবাসীকে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান।