ইফতারে কী খাবেন, কী খাবেন না
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২২, ১১:২২ পূর্বাহ্ণইফতার নিয়ে বিশেষ এই আয়োজনে মডেল হয়েছেন নারী উদ্যোক্তা ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি ও তাঁর কন্যা জারা। মেকআপ ও কৃতজ্ঞতা : জারাস বিউটি লাউঞ্জ ও ফিটনেস সেন্টার। ছবি: তানভীর আহম্মেদ
ইফতার নিয়ে বিশেষ এই আয়োজনে মডেল হয়েছেন নারী উদ্যোক্তা ও রূপ বিশেষজ্ঞ ফারহানা রুমি ও তাঁর কন্যা জারা। মেকআপ ও কৃতজ্ঞতা : জারাস বিউটি লাউঞ্জ ও ফিটনেস সেন্টার।
রোজায় দীর্ঘ সময় পর ইফতার করতে হয় বলে খাবারটা হতে হবে সহজ ও সুপাচ্য। অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার না খাওয়াই উচিত। এগুলো খেলে ওজন তো বাড়বেই সেই সঙ্গে পেটের সমস্যা, মাথাব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটি এবং হজমের সমস্যা হতে পারে। তাই জেনে নিন, ইফতারে কী খাবেন, কী খাবেন না।
ইফতারের সময় একটি বিষয় মনে রাখতে হবে, ভরপেট খাবেন না, পেটের এক-চতুর্থাংশ খালি রাখবেন। পানি ১-২ ঢোক পান করার পর এক গ্লাস ঘরে বানানো ফলের শরবত খেলে শরীর সতেজ হতে শুরু করবে।
খেজুর বা খোরমা দিয়ে ইফতার শুরু করবেন। ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত ৮-১০ গ্লাস পানি না খেলে হজমের সমস্যা হতে পারে। তাই ইফতারের পর পানি পান করার চেষ্টা করুন। সবজি ও ফল খাবেন। ইফতারের রাখবেন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজজাতীয় খাবার।
আঁশযুক্ত খাবারের মধ্যে লাল আটা, বাদাম, বিনস, ছোলা, ডাল ইত্যাদি খেতে পারেন। কলা খাবেন। কারণ, একটি কলায় প্রায় ১০৫ ক্যালরি থাকে। রোজার শেষে শরীর, মস্তিষ্ক ও স্নায়ুকোষ খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির যে জোগান চায় কলা সেটি পূরণ করতে পারে।
অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, চপ, হালিম, বিরিয়ানি ইত্যাদি বাদ দিতে হবে। পাশাপাশি চিনিযুক্ত খাবার খাবেন না। আর ইফতারের পর বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন খেতে পারেন।
লাইফ স্টাইল/এ