টাপুর টুপুর বৃষ্টি পড়ে..

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২১, ৬:০১ অপরাহ্ণ
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
মইনুল হাসান আবির
আকাশ জুড়ে মেঘের ভেলা
উড়ছে সারি সারি,
হঠাৎ করে নামছে মেঘলা
বৃষ্টি গুড়িগুড়ি।
ঠাকুর দাদু বেড়াতে যায়
ঐ না পিসির বাড়ি,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
পথটা বড় ভারী।
কাঁচা পথে চলছে দাদু
হাতে একটা নড়ি,
কাঁদা কি আর মানে বাধা
পাঞ্জাবী দিল ভরি।
মুশকিলে পড়ে পানি খুঁজে
হায়রে বর্ষার দিন,
পুকুর পাড়ে এসে দাদুর
পা করে ঝিনঝিন।
পুকুর ভরা বৃষ্টির জলে
ঠুস করে যায় পড়ে,
ঠাকুর দাদুর বৌ এল
নতুন মন্ত্র ধরে।