হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৬, ২:৩৫ অপরাহ্ণহবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের খালেক মিয়া সৌদি প্রবাসী আক্তার মিয়ার কাছ থেকে একটি গ্যারেজ ভাড়া নিয়ে গ্যারেজে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালাতো।
এরই প্রতিবাদ করে একই গ্রামের মৃত ফেরাছদ উল্লাহর ছেলে ফরিদ মিয়া। প্রতিবাদ করায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফরিদ মিয়া, ইদ্রিছ আলী, হাবিব মিয়া, মুক্তার মিয়া, ফয়সল মিয়া, হাসিম মিয়া, খালেক মিয়া, মন্নান মিয়া ও সাহেনাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
. . . . . . . . .